জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ড , ব্যাপক ক্ষয়ক্ষতি

জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ড , ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর এর রানীগঞ্জ বাজার এর কাঁচামাল আড়ৎ-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে ঘটনার বিবরণে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রাচীনতম বানিজ্যিক কেন্দ্র রানীগঞ্জ বাজার এর কাঁচামাল বাজার এর ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন বুদ্ধি(৪০) এর কাঁচামাল এর দোকানে ১৭ ই জুন দিবাগত রাত প্রায় সাড়ে চার ঘটিকার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে  স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও ততক্ষণে পলিতিনে মোড়ানো দোকান এর প্রায় ৩০ হাজার টাকার মালামাল আগুনে ঝলসে গেছে। কে বা কাহারা অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা মমরোজ বলেন, আমাদের রানীগঞ্জ বাজার এর কাঁচামাল ব্যবসায়ী হতদরিদ্র  মহিউদ্দিন এর দোকানে রাতের আঁধারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এএসআই ভোলানাথ বলেন, রানীগঞ্জ বাজার এর কাঁচামাল ব্যবসায়ী মহিউদ্দিন ওরফে বুদ্ধির দোকান এর কাঁচামাল আগুনে ঝলসে গেছে। এতে প্রায় ১৫/২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে  কিভাবে আগুনের সুত্রপাত ঘটেছে জানাযায়নি।

আপনি আরও পড়তে পারেন