নবাবগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে ঘর ও জমি প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

নবাবগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে ঘর ও জমি প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

 

স্টাফ রিপোর্টার:

‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে ঘর ও জমি প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন। শনিবার বেলা ১১ টায় নবাবগঞ্জ উপজেলা সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় নবাবগঞ্জে কর্মরত প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল লিখিত বক্তব্যে বলেন, নবাবগঞ্জ উপজেলায় ইতিমধ্যে ৭৭০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও ২ শতক জমি প্রদান করা হয়েছে। আগামী ২০ জুন সকাল ১০.৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে ঘর ও জমি প্রদান করবেন। এরই মধ্যে নবাবগঞ্জেও ৮৫ টি ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে।

নবাবগঞ্জ, ঢাকা।

আপনি আরও পড়তে পারেন