পাকিস্তানে মার্কিন ঘাঁটির অনুমোদন দেবেন না ইমরান খান

পাকিস্তানে মার্কিন ঘাঁটির অনুমোদন দেবেন না ইমরান খান

আফগানিস্তানের ভেতরে যে কোনো পদক্ষেপ নিতে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার কিংবা ঘাঁটি গাড়তে কোনোভাবেই অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

মার্কিন টিভি চ্যানেল এইচবিও’র প্রামাণ্যচিত্রধর্মী সংবাদ কার্যক্রম এক্সিওসে দেওয়া এক সাক্ষাৎকারে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ইমরান খান বলেন, পাকিস্তান থেকে আফগানিস্তানে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। কোনোভাবেই এই অনুমোদন দেওয়া হবে না। কোনো ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়ার সুযোগ নেই। একেবারেই না।

জোনাথন সোয়ানের নেওয়া ওই সাক্ষাৎকারে ইমরান খানের কাছে প্রশ্ন ছিল—আল-কায়েদা, আইএস কিংবা তালেবানের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় আপনি কি এখানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ঘাঁটি স্থাপনে আমেরিকান সরকারকে অনুমোদন দেবেন?

জবাবে পাক প্রধানমন্ত্রী বলেন, একেবারেই না। কোনো ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়ার সুযোগ নেই।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশিও সিনেটে দেওয়া বক্তব্যে মার্কিন ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ।

আপনি আরও পড়তে পারেন