আগ্নেয়াস্ত্র সহ ছাতক এর “ছালেহ আহমদ” র‌্যাব এর খাঁচায় বন্দী

আগ্নেয়াস্ত্র সহ ছাতক এর "ছালেহ আহমদ" র‌্যাব এর খাঁচায় বন্দী

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

ছাতক এর পল্লীতে  আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র ব্যবসায়ী ছালেহ আহমদ (৩৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল।

সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সিপিএসসি ইসলামপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান এর নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল বিগত ১৭ ই জানুয়ারী দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের ছাতক উপজেলাধীন  শ্যামপাড়া-কান্দিগাও সড়কে আকিজ প্লাস্টিক কারখানার পিছনে  মধুকোনি এলাকা থেকে উপজেলার খুরমা ইউনিয়ন এর অন্তর্ভুক্ত চেচান-বাইর গ্রাম নিবাসী মোঃ আলতাব আলীর ছেলে আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী মোঃ সালেহ আহমদ (৩৮) কে ১টি রিভলবার ও ১ রাউন্ড গুলি সহ আটক করেন। র‌্যাব বাদী হয়ে তাহার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে ছাতক থানায় হস্তান্তর করে। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ  শেখ নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী ছালেহ আহমদ (৩৮) কে ১৯ শে জুন  সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন