লালমনিরহাটে ৭ দিনের লকডাউন

লালমনিরহাটে ৭ দিনের লকডাউন
সাধন রায় লালমনিরহাট প্রতিনিধিঃ
 লালমনিরহাট জেলায় বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতিতে  এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৬ জুন) থেকে এই লকডাউন কার্যকর হবে। জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এ ঘোষণা দেন।

লালমনিরহাট পৌর এলাকাসহ পুরো জেলায় উদ্বেগজনকহারে বেড়েছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। সীমান্ত পেরিয়ে প্রতিনিয়ত মানুষ আসায় এ জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এ অবস্থায় করোনা নিয়ন্ত্রণে সাত দিনের লকডাউন ঘোষণা করল জেলা প্রশাসন।

লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি খাবার ও ওষুধের দোকান ছাড়া দোকানপাট এবং শপিংমলও বন্ধ থাকবে বলে সভায় জানানো হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, পৌর এলাকায় আশঙ্কাজনক হারে করোনা বেড়েছে। আক্রান্তের হার শুধু পৌর এলাকায়ই ৩৯ শতাংশ। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার ভোর থেকে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন