নবাবগঞ্জে দোকানপাট খোলা রাখায় এবং মাস্ক না পড়ে ঘুরাফেরা করায় ২৮ জনকে জরিমানা

নবাবগঞ্জে দোকানপাট খোলা রাখায় এবং মাস্ক না পড়ে ঘুরাফেরা করায় ২৮ জনকে জরিমানা

ফিরোজ হোসেন, ঢাকা:

সরকার ঘোষিত লকডাউন না মেনে ঢাকার নবাবগঞ্জে দোকানপাট খোলা রাখায় এবং মাস্ক না পড়ে ঘুরাফেরা করায় ২৮ জনকে ১৯ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৮ জুন) দিনব্যাপি উপজেলার বাগমারা, শুরগঞ্জ, নবাবগঞ্জ চৌরাস্তা ও বাজারসহ বিভিন্ন এলাকায় মোবাইলকোর্ট পরিচালনা করা হয়৷ উপজেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল।

আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস মোকাবেলায় জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন বাস্তবায়ন করতে অভিযান চালিয়ে খোলা থাকা দোকানপাট বন্ধ করে দেওয়া হয় এবং অর্থদণ্ড দেওয়া হয়৷ এছাড়া মাস্ক না পড়ে বাহিরে ঘুরাফেরা করার দায়ে অর্থদণ্ড করা হয়৷ জনসচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয় পথচারীদের মাঝে৷

নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল নিশ্চিত করে বলেন, লকডাউন না মানায় ২৮ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সরকার ঘোষিত লকডাউন না মানার কোন সুযোগ নেই৷ করোনা ভাইরাস প্রতিরোধে সবাই সরকারী নির্দেশনা মেনে চলতে হবে৷

আপনি আরও পড়তে পারেন