ফিলিস্তিনির পক্ষে কথা বলায় নিউইয়র্কে পাকিস্তানি ছাত্রীকে হুমকি

ফিলিস্তিনির পক্ষে কথা বলায় নিউইয়র্কে পাকিস্তানি ছাত্রীকে হুমকি

মজলুম ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার পর পাকিস্তানি এক শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে অবস্থিত একটি উচ্চ বিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ফিলিস্তিনি মুসলিমদের নিয়ে কথা বলে সন্ত্রাসীদের হুমকির মুখে পড়েছেন হুদা আয়াজ নামে এক পাকিস্তানি ছাত্রী ও তার পরিবার। সদ্যই এ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা হুদা আয়াজ ও তার সহপাঠীদের সম্মাননা প্রদানের জন্য আয়োজিত অনুষ্ঠানটিতে তিনি ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের অধিকার নিয়ে কথা বলেন। সপ্তাহখানিক আগে এ ঘটনা ঘটে বলে বুধবার প্রভাবশালী আরবি গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে।

গণমাধ্যমকে হুদা আয়াজ এ সম্পর্কে বলেন, ফিলিস্তিনি মুসলিম ইস্যু নিয়ে সমাবর্তনে কথা বলার পরে অজ্ঞাত ঠিকানা থেকে তার নিকট একটি চিঠি আসে, চিঠিতে তাকে এবং তার পরিবারকে পাকিস্তানে ফেরত পাঠানোর হুমকি দেওয়া হয়।

আপনি আরও পড়তে পারেন