বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অকেজো ও নষ্ট এম্বুলেন্স দীর্ঘদিন পরে পুনরায় চালু

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অকেজো ও নষ্ট এম্বুলেন্স দীর্ঘদিন পরে পুনরায় চালু
মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিন অকেজো ও নষ্ট হয়ে পড়ে থাকা সরকারি এম্বুলেন্সটি স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের উদ্যোগে ঠিকঠাক করে রোগী পরিবহনের জন‍্য পুনরায় চালু করা হয়েছে। সোমবার (৫ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ‍্যামল কুমার রায়, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবদুল্লাহ আল মাহমুদ শোভন, সহকারী সার্জন ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল, পুলিশের এস,আই হরিদাস বর্মণ, এম্বুলেন্সের চালক সহ হাসপাতালের অন‍্যান‍্য চিকিৎসক ও স্টাফের উপস্থিতিতে রোগী পরিবহনের জন‍্য এম্বুলেন্সটি সচল করে চালু করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, “দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আক্কাস আলী সহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় নষ্ট এম্বুলেন্সটি মেরামত করে রোগী পরিবহনের জন‍্য পুনরায় চালু করা হয়েছে। এতে এলাকার অস্বচ্ছল ও গরীব রোগীরা উপকৃত হবে।”
উপজেলায় করোনাকালীন জনপ্রতিনিধি ও প্রশাসন সহ অন‍্যান‍্যদের সাথে স্বাস্থ্য সম্পর্কিত লিয়াজোঁ মেইনটেইন এর দায়িত্বে থাকা সহকারী সার্জন ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল জানান, কোভিড-১৯ করোনা ভাইরাসের বর্তমান সময়ে সরকারি এ এম্বুলেন্সটি চালু হওয়াতে উপজেলার ইমার্জেন্সী রোগীদের উন্নত চিকিৎসায় স্থানান্তরে সুফল বয়ে আনবে।

আপনি আরও পড়তে পারেন