মেহেরপুরে হেরোইন এবং ইয়াবা রাখার অপরাধে দুই যুবকের কারাদন্ড

মেহেরপুরে হেরোইন এবং ইয়াবা রাখার অপরাধে দুই যুবকের কারাদন্ড

হেরোইন এবং ইয়াবা রাখার অপরাধে রাজিব হাসান ও ইসরাফিল নামের দুই যুবককে তিন মাস করে কারাদন্ড এবং উভয়ের ৫শ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজিব ও ইসরাফিল কে কারাদণ্ড অর্থদণ্ড দেওয়া হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রাজিব হাসান মেহেরপুর শহরের বেড় পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে এবং ইসরাফিল মেহেরপুর শহরের নতুন পাড়ার নুরুল ইসলামের ছেলে। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে শহরের বেড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজীব ইসরাফিলকে গ্রেফতার করেন। ওই সময় রাজীবের কাছ থেকে ৩ পিস ইয়াবা এবং ইসরাফিলের কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ধারায় তাদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়।

আপনি আরও পড়তে পারেন