ঘাটাইলে বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন সাংবাদিক রাহাত কে হুমকি

ঘাটাইলে বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন সাংবাদিক রাহাত কে হুমকি
সৈয়দ মিঠুন ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে গোয়াপচা নদীতে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এ অভিযোগ উঠেছে। উপজেলার শিবের পাড়া দেওপাড়া গ্রামে ড্রেজার মালিক জীবনের বিরুদ্ধে  তবে এই বিষয়ে জানতে চাইলে জীবন বলেন নিউজ করবেন করেন সমস্যা নাই, তবে সংবাদ সংগ্রহ করতে গেলে ড্রেজারের মালিক জীবনের  আরেক সহকর্মী মুরাদ খান মুঠোফোনে ঘাটাইল রিপোর্টার্স ইউনিটি সভাপতি রাহাতুজ্জামান রাহাত কে বিভিন্ন ধরেনের প্রাননাসের হুমকি প্রদান করেন। তবে এলাকাবাসী বলেন বালু উত্তোলনের কারণে নদীর গভীরতা সৃষ্টি হয়ে তীরবর্তী বাড়িঘর, ও ফসলি জমি ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের মারাত্মক আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ  ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে ফলে আশপাশের আবাদি জমি  উ নদী ধ্বংসের মুখে পড়ছে আবার কিছু জমি এমনভাবে ধ্বসে পড়েছে, যে
সেটা আর আবাদ করার যোগ্য নয় এই ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন করা বন্ধ না
করা হলে সমস্ত এলাকা ধ্বংসের মুখে পড়বে। একদিকে ফসলী ভূমি নষ্ট হয়ে যাবে। অন্যদিকে পরিবেশ ভারসাম্য হারাবে।
বালু উত্তোলন করছে বেশ কিছুদিন ধরেই। আনুমানিক  ৫০ফিট গভীর করে বালু উত্তলন করছে তবে আশেপাশের জমি ভেঙ্গে পড়ছে। ইতিমধ্যে আরও অনেকের ফসলী জমি ভেঙ্গে পড়ছে।
উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন- দ্রুত এদের বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা নেয়া হবে

আপনি আরও পড়তে পারেন