জয়পুরহাটে লকডাউনের ১৪ দিনে সাড়ে ৫ লক্ষাধিক টাকা জরিমানা

জয়পুরহাটে লকডাউনের ১৪ দিনে সাড়ে ৫ লক্ষাধিক টাকা জরিমানা
জয়পুরহাটে লকডাউনের ১৪ দিনে ৮৪১টি মামলায় ৫ লাখ ৮৫ হাজার ৯৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বুধবার (১৪ জুলাই) পর্যন্ত ১৪ দিনে জেলার ৫টি উপজেলায় ২৭৩টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মামলা দায়েরের পাশাপাশি এ জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্টের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
মোবাইল কোর্ট পরিচালনায় জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যগণ সহায়তা করেন। এছাড়াও জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের যথাযথ আইনানুগ নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল দিয়েছেন।
জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, কঠোর লকডাউনের ১৪ দিনে ২৭৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৮৪১টি মামলায় ৫ লাথ ৮৫ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়। এই লকডাউনে জেলায় করোনা সংক্রমণের হার ১০ শতাংশের কাছাকাছি ও নিচে এসেছে। আগামীকাল থেকে ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল হচ্ছে। এসময় সকলকে অবশ্যই মাস্ক পরিধান করে চলাচল করতে হবে। এদিকে টিকার রেজিষ্ট্রেশন চলছে। সকলকে টিকার রেজিষ্ট্রিশন করে টিকা নিতে হবে।

আপনি আরও পড়তে পারেন