দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে শান্তিগঞ্জ উপজেলা হিসেবে নামকরণ ও মধ্যনগর থানা উপজেলায় উন্নিত

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে শান্তিগঞ্জ উপজেলা হিসেবে নামকরণ ও মধ্যনগর থানা উপজেলায় উন্নিত

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ উপজেলা নামকরণ করে স্বীকৃতি সহ  মধ্যনগর থানাকে
উপজেলায় উন্নিত করা হয়েছে বলে জানা গেছে।

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে এই উপজেলার নাম শান্তিগঞ্জ উপজেলা নামকরণ করতে দীর্ঘদিন ধরে এলাকাবাসী সরকার নিকট জোর দাবী জানিয়ে আসছিলেন। যার পরিপেক্ষিতে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর অক্লান্ত প্রচেষ্টায় আজ ২৬ শে জুলাই রোজ সোমবার বেলা ১২ ঘটিকার সময় বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত মন্ত্রীসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত  প্রশাসনিক পূনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি( নিকার) -এর ১১৭ তম সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ উপজেলা নামকরণ করে  স্বীকৃতি দিয়েছে সরকার। এতে পরিকল্পনা মন্ত্রীর নিজ এলাকা শান্তিগঞ্জে আনন্দের বন্য বইছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে অভিনন্দন জানিয়ে এলাকাবাসী আনন্দ প্রকাশ করছেন বলে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর একান্ত রাজনৈতিক  সচিব হাসনাত হোসাইন জানিয়েছেন।

অপর দিকে সুনামগঞ্জ -১ আসন এর মধ্যনগর থানাকে নিকার এর সভায় উপজেলা হিসাবে অনুমোদন দেওয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন