বিনামূল্যে সবজির বীজ পেলো রাণীনগরের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা

বিনামূল্যে সবজির বীজ পেলো রাণীনগরের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা

বিকাশ চন্দ্র প্রাং, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরের আশ্রয়ন প্রকল্পের ১২৩টি পরিবারের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়েছে। মুজববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন প্রকল্পের বসতবাড়িতে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তর। বৃহস্পতিবার উপজেলার একডালা ইউনিয়নের চৌধুরী পুকুর পাড়ের আশ্রয়ন প্রকল্পের পরিবারের মাঝে এবং শুক্রবার সকালে  কাশিমপুর আশ্রয়ন প্রকল্পের পরিবারের মাঝে
আনুষ্ঠানিক ভাবে এই বীজ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক একটি বাড়ির আঙ্গিনাও যেন ফাঁকা না থাকে সেই লক্ষ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন এই পদক্ষেপ হাতে নিয়েছে।  যেন এই বাসিন্দারা বছরের বিভিন্ন সময়ে তাদের বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের সবজি চাষ করে উৎপাদিত সবজি থেকে নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাজারে বিক্রিও করতে পারেন। উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু ও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

আপনি আরও পড়তে পারেন