লক্ষ্মীপুরে রেকর্ড শনাক্তের দিনে চারজনের মৃত্যু

লক্ষ্মীপুরে রেকর্ড শনাক্তের দিনে চারজনের মৃত্যু

লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় ৬৮২ নমুনা পরীক্ষা করে ২২২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩২ দশমিক ৫৬ শতাংশ। এটি জেলার সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। সুস্থ হয়েছেন ১৯ জন।

এ পর্যন্ত জেলায় ৫ হাজার ৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ড. আবদুল গফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন সদর উপজেলায় ১০৮ জন। এছাড়া রামগঞ্জে ৬৭ জন, রামগতিতে ৩ জন, রায়পুরে ৩৫ জন ও কমলনগরে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

রেকর্ড আক্রান্তের দিনে সদর উপজেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৫ হাজার ৪৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৬১২ জন সুস্থ হয়েছেন।

হাসপাতালে ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭৮২ জন। এর মধ্যে তিনজন সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। জেলার ৫ উপজেলায় এখন পর্যন্ত করোনায় ৭৫ জন মারা গেছেন।

সিভিল সার্জন ড. আবদুল গফ্ফার বলেন, আক্রান্তের রেকর্ড দিন দিন বেড়েই চলেছে। সদর হাসপাতালে ৩১ ও রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, রামগঞ্জে ৭ ও কমলনগরে ১ চিকিৎসাধীন রয়েছেন। ১ হাজার ৭৩৭ জন রোগী হোম আইসোলেশনে রয়েছেন।

আপনি আরও পড়তে পারেন