সড়কে গাড়ির চাপ কম, কঠোর অবস্থানে পুলিশ

সড়কে গাড়ির চাপ কম, কঠোর অবস্থানে পুলিশ

আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের ৮ম দিন চলছে। বিধিনিষেধ শেষ হবে ৫ আগস্ট দিবাগত রাত ১২টায়। আজ সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, রাস্তায় গাড়ি চলাচল রয়েছে কম। বাইরে মানুষের সংখ্যাও সীমিত। তবে আগের মতোই কঠোর অবস্থানে রয়েছে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শুক্রবার (৩০ জুলাই) রাজধানীর রাসেল স্কয়ার মোড়, পান্থপথ মোড়, কারওয়ান বাজার মোড়, শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ, বীর উত্তম মীর শওকত সড়ক, গুলশান ঘুরে দেখা যায়- রাস্তাগুলোতে যান চলাচল খুবই কম। অল্প সংখ্যক পথচারীকে রাস্তায় দেখা গেছে। তবে রিকশা দেখা গেছে অনেক। এছাড়া রাস্তায় পণ্যবাহী ট্রাক, জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন চলাচল করতে দেখা গেছে। রাস্তাগুলোর প্রতিটি চেকপোস্টে রয়েছে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য।

দেখা গেছে, চেকপোস্টগুলো দিয়ে চলাচলরত সকল যানবাহনকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে। যাদের জবাব সন্তুষ্ট মনে হচ্ছে না, তাদের আনা হচ্ছে আইনের আওতায়।

পুলিশ সদস্যদের তথ্যমতে, এখনও মিথ্যে অজুহাতে মানুষ বাইরে বের হচ্ছেন। অনেকেই হাসপাতালে যাচ্ছেন বলে চেকপোস্টে দাবি করছেন, তবে সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র নেই। কেউ বলছেন হাসপাতালে থাকা অসুস্থ ব্যক্তিকে দেখতে বা কেউ টিকা নিতে যাচ্ছেন বলে দাবি করছেন। অন্যদিকে, আজ শুক্রবার হাওয়াতে অনেক অফিস আদালতই বন্ধ। তাই, ওইসব অফিসের পরিচয় দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাসেল স্কয়ার মোড়ে দায়িত্বে থাকা ধানমন্ডি ট্রাফিক জোনের সার্জেন্ট সুমন কুমার মহন্ত বলেন, আজ সরকারি ছুটির দিন। রাস্তাঘাট সকাল থেকেই ফাঁকা। রাস্তায় যেসব গাড়ি দেখা যাচ্ছে তার বেশিরভাগই হাসপাতালে যাচ্ছে। এছাড়া অপ্রয়োজনে বের হচ্ছে, তাদের আমরা আইনের আওতায় নিচ্ছি।

আপনি আরও পড়তে পারেন