কালীগঞ্জে রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী করোনাভাইরাস কোভিট-১৯ এর ফ্রী টিকা রেজিস্ট্রেশন

কালীগঞ্জে রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী করোনাভাইরাস কোভিট-১৯ এর ফ্রী টিকা রেজিস্ট্রেশন
ইমরান হোসেন
ঝিনাইদহ কালীগঞ্জ প্রতিনিধি
“শিক্ষার আলো ছড়িয়ে দিতে হও একসাথে যুক্ত,
ঘুচিয়ে দাও দরিদ্রতা, করো পথশিশু মুক্ত”
ঝিনাইদহ কালীগঞ্জে, এই স্লোগান কে সামনে রেখে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন। ০২/০৮/২০২১ সোমবার সকালে রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠনের ভ্রাম্যমাণ বিদ্যালয় ও মোবারকগঞ্জ রেলস্টেশন সংলগ্ন স্থানে আয়োজিত হলো কোভিট-১৯ ভ্যাক্সিনের ফ্রী রেজিষ্ট্রেশন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খন্দকার হাবীব আহসান  (উপদেষ্টা, রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন)। এছাড়াও, উপস্থিত ছিলেন রৌদ্দুর-এর সকল সদস্য রাব্বি, জিসান,রিমন,আসিফ, নাইমুর, কবির, সহ অন্যান্য সকল স্বেচ্ছাসেবকগন।
রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা ও সভাপতি রাব্বি ইসলাম জানান রোদ্দুর স্বেচ্ছাসেবী পথ শিশুদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজের উন্নয়নে এরই ধারাবাহিকতায় আজ রোদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন করোনাভাইরাস কোভিট – ১৯ এর ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া অব্যাহত থাকবে ধীরে ধীরে আমরা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে যাবে এবং বাড়িতে বাড়িতে যেয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন জনাব, রাব্বি ইসলাম(সভাপতি, রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন)।

আপনি আরও পড়তে পারেন