সোনা জিতে ইতিহাস জাপানি নারী বক্সারের

জাপানের ২০ বছর বয়সী তরুণী সেনা ইরি ইতিহাসই গড়ে বসলেন বটে। নারীদের বক্সিংয়ে ইতিহাসে যে কখনোই অলিম্পিক সোনা পায়নি তার দেশ জাপান। সে অধরা সোনাটাই তিনি জিতলেন টোকিও অলিম্পিকে। গড়লেন ইতিহাসও, ফেদারওয়েট বক্সিংয়ে ৫৪-৫৭ কেজি শ্রেণির ফাইনালে ফিলিপাইনের নেস্থি পেতেসিওকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

কুগিকান এরেনায় আজ মঙ্গলবার খেলার শুরু থেকেই আধিপত্য ছিল সেনার। এরপর বিচারকদের রায়ে ৫-০ ব্যবধানে জিতেছেন তিনি।

এমন আধিপত্যের পরও পেতেসিও ম্যাচ শেষে জানালেন, এই ম্যাচেও তার মনে জমেছিল শঙ্কার মেঘ। প্রতিপক্ষ পেতেসিও এমন চোয়ালবদ্ধ প্রতিরোধই গড়ে তুলেছিলেন তার বিপক্ষে। বললেন, ‘ওর কারণে বারবার আমাকে পেছাতে হচ্ছিল। তাই এক সময় মনে হচ্ছিল, হেরে যাচ্ছি হয়তো। তবে শেষ পর্যন্ত জিততে পেরে অনেক খুশি আমি।’ দেশের ইতিহাসের প্রথম নারী বক্সার হিসেবে সোনা। এমন অর্জনের পরেও সেনা ছিলেন বেশ শান্ত।

এমন কিছুর দেখা মিলেছে অন্য দিকেও। পেতেসিও থেকে সোনার দূরত্বটা ছিল এক ম্যাচের মাত্র, কিন্তু সেখান থেকে ফিরেছেন রূপা নিয়ে। তাও আবার ম্যাচটা হেরেছেন ৫-০ ব্যবধানে। তাতেও আক্ষেপ নেই পেতেসিওর। বললেন, ‘এই পদকটা আমার একার নয়, আমার দেশের, পরিবারের, বন্ধুরও, যে গেল বছর মৃত্যুবরণ করেছে।’

 

আপনি আরও পড়তে পারেন