করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিদিনই চলছে মানাপ নওগাঁর মাস্ক বিতরণ

বিকাশ চন্দ্র প্রাং, নওগাঁ প্রতিনিধি:

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে চলছে মাস্ক বিতরণসহ অন্যান্য উপকরন বিতরণ। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার উদ্দ্যোগে প্রায় প্রতিদিনই মাস্ক বিতরণ করছে। চলতি বছরের শুরু থেকে ৪হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকারের নেতৃত্বে প্রতিদিনই নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় সংগঠনের সদস্যরা এই কার্যক্রম চালিয়ে আসছে। বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন মানাপের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা শাখার সভাপতি উত্তম সরকার। জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটু, পৌর শাখার সভাপতি রায়হান আলী, সিনিয়র সহ সভাপতি ফরিদ আলম, সাধারণ সম্পাদক অভিজিৎ দাস, যুগ্মসাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, সহ মানাপের সহযোদ্ধা প্রমুখ। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকার জানান, আমরা মাস্ক বিতরণের পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষদের চলমান কঠোর বিধি নিষেধ মানতে ও অবশ্যই বাহিরে বের হলে মাস্ক ব্যবহারের প্রতি সচেতন করার চেষ্টা করছি। আগামীতেও আমাদের এই ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন