ভারতে হাতির দাঁত পাচারকালে ৩ জন আটক

চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহড়া এলাকায় অভিযান চালিয়ে হাতির দাঁত উদ্ধারসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  

শুক্রবার (৬ আগস্ট) তাদের আটক করার পর শনিবার র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন, সুইচিং মার্মা (৩৩), মো. হাফিজুর খান (৪৩) ও মো. খোরশেদ আলম (৩৫)। তাদের কাছ থেকে উদ্ধার করা হাতির দাঁতের বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, গোপন সূত্রে আমরা জানতে পারি, কতিপয় চোরাকারবারি বাংলাদেশ থেকে ভারতে হাতির দাঁত পাচারের উদ্দেশ্যে মোহড়া এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলের দিকে অভিযান চালানো হয়। পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা শপিংব্যাগ তল্লাশি করে হাতির দাঁতের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কোনো অনুমতি ছাড়াই হাতির দাঁত বিদেশে পাচার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন