উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা আটক

উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং থেকে তাজউদ্দিন (৩৫) নামের এক যুবদল নেতাকে ৬০ হাজার পিস ইয়াবা বড়িসহ আটক করেছে পুলিশ। রোববার (৮ আগস্ট) সকালে উখিয়ার কুতুপালংয়ের কচুবনিয়া রাস্তার মাথা এলাকা থেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ।

আটক তাজউদ্দিন উখিয়ার মরিচ্যাপালং এলাকার মৃত চেহের আলীর ছেলে। তিনি উত্তর হলদিয়াপালং শাখা যুবদলের সভাপতি।

পুলিশ জানায়, রোববার সকালে উখিয়ার কুতুপালংয়ের কচুবনিয়া রাস্তার মাথা এলাকা থেকে ৬০ হাজার ইয়াবাসহ তাজউদ্দিনকে আটক করা হয়। সে ইয়াবাগুলো এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর কাছ থেকে গ্রহণ করে নিয়ে আসছিল। এসব ইয়াবা কক্সবাজারের এক ব্যবসায়ীর কাছে বিক্রির কথা ছিল তাজউদ্দিনের।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ বলেন, ৬০ হাজার ইয়াবাসহ আটক তাজউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের পর কারাগারে পাঠানো হবে।

আপনি আরও পড়তে পারেন