খাবার হোটেলে ঢুকে গেল কাভার্ডভ্যান, একজনের মৃত্যু

খাবার হোটেলে ঢুকে গেল কাভার্ডভ্যান, একজনের মৃত্যু

গাজীপুর মহানগরীর পূবাইলের মাঝুখান এলাকায় পূবাইল-টঙ্গী সড়কে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে ঢুকে গেলে একজন নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি পূবাইল মাঝুখান শিল্পীর খাবার হোটেল ও পার্শ্ববর্তী আরমানের ফলের দোকানে ঢুকে পড়ে। এতে পথচারী আলিমুজ্জানকে (৩৩) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে দুপুরে তার মৃত্যুর খবর জানতে পারে পুলিশ।

দুর্ঘটনায় হোটেল মালিক শিল্পী বেগমসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মাঝুখান এলাকার হোটেল রেস্তোরাঁ মালিক শিল্পী বেগম (৩৪), রিয়াজ (৩৫), জেসমিন বেগম (২৮),  শামীম (৩০) ও কাশেম (৫০)।

নিহত আলিমুজ্জান চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারলাইন্সে মালামাল লোড আনলোডের কাজ করতেন। তিনি পূবাইল এলাকার করমতলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

পূবাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনি আরও পড়তে পারেন