বিরামপুরে জমি উদ্ধারের দাবিতে মুক্তিযোদ্ধার পরিবারের মানবন্ধন

বিরামপুরে জমি উদ্ধারের দাবিতে মুক্তিযোদ্ধার পরিবারের মানবন্ধন
মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে এক মুক্তিযোদ্ধার জমি উদ্ধারের দাবিতে শুক্রবার (২০ আগস্ট) মুক্তিযোদ্ধা পরিবার পৌর শহরের স্থানীয় ঢাকামোড়ে মানববন্ধন করেছে।
সকাল ১০ টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হকের পুত্র হাবিবুল্লা মোর্শেদ জনি জানান, বিরামপুর পৌর শহরের চকপাড়া মৌজার প্রফেসরপাড়া মহল্লার আনিসুর রহমানের নিকট থেকে ১৯৮৪ সালে আমার বাবা মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক চকপাড়া মৌজার ৪ শতক জমি কিনে ভোগদখল করছিলেন।
পরবর্তীতে চকপাড়া মৌজার প্রফেসরপাড়া মহল্লাটি বিরামপুর পৌর শহরের উন্নত আবাসিক এলাকা হিসেবে গড়ে ওঠায় এবং জমির দাম বৃদ্ধি পাবার কারণে আমার বাবার মৃত্যুর পরে সুযোগ বুঝে জমি বিক্রেতা আনিসুর রহমান একই জমি তার স্ত্রীর নামে লিখে দিয়ে জমি পুনর্দখল করে নিয়েছেন।  অনেক দেন দরবার করলেও আনিসুর রহমান আমার বাবার ক্রয়কৃত জমি আমাদের বুঝিয়ে দিচ্ছেনা। এই জমি উদ্ধার ও দখল পাওয়ার দাবিতে মানববন্ধন থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানের নিকট আকুল আবেদন জানিয়েছেন মরহুম মুক্তিযোদ্ধা আনোয়ারুল হকের ওয়ারিস তাঁর পরিবারের সদস্যরা।

আপনি আরও পড়তে পারেন