হোটেলে অসামাজিক কার্যকলাপ; তিন জনের দণ্ড

হোটেলে অসামাজিক কার্যকলাপ; তিন জনের দণ্ড

নওগাঁ প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে শুভ আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে মোবাইল কোর্টে নারী ও পুরুষের ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও হোটেল ম্যানেজারের ১হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫ টায় আদমদীঘি উপজেলা প্রাঙ্গণে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনহার হোসেন।

জানা যায়, সান্তাহার পৌর শহরের স্টেশন এলাকায় শুভ আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ফাঁড়ির একটি টিম নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার মৃত সোলেমানের মেয়ে মোছাঃ জেসমিন (৪৫), বগুড়া সদরের এরুলিয়া এলাকার মৃত রইচ উদ্দীনের ছেলে মোঃ বাদশা (৫৫) এবং সান্তাহার স্টেশন কলোনির মৃত ইয়ার আলীর ছেলে হোটেল ম্যানেজার আব্দুল হাকিম (৫৬)।
পরে আটককৃতদের মোবাইল কোর্টে হাজির করা হলে বিচারক উপরোক্ত রায় প্রদান করেন।

আপনি আরও পড়তে পারেন