একাউন্ট খুলে দিলেই আমরা ডেলিভারি শুরু করবো: ধামাকার মালিক

একাউন্ট খুলে দিলেই আমরা ডেলিভারি শুরু করবো: ধামাকার মালিক

ধামাকা শপিংয়ে মালিক জসিম উদ্দিন চিশতি বলেছেন, আমাদের একাউন্ট আনফ্রিজ করার দু থেকে চার দিনের মধ্যেই আমরা ডেলিভারি দেয়ার শুরু করবো।

শনিবার রাতে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ইলেকট্রনিকস দিয়ে ডেলিভারি দেয়া শুরু করবো। তবে সীমিত আকাড়ে আমরা মোবাইলসহ বিভিন্ন ইলেকট্রনিক দিয়ে শুরু করবো।

সেলারদের পেমেন্টের বিষয়ে বলেন, আমরা যেসব ডকুমেন্টস চেয়ে সেগুলো দিয়ে দেন। আমরা ১০% পেমেন্ট দিয়ে শুরু করবো।

তিনি বলেন, একটু বিপদ হয়ে গেছে। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন।

প্রসঙ্গত, ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থ পাচারের অভিযোগ উঠে।

অভিযোগের প্রেক্ষিতে কোম্পানিটির সঙ্গে সংশ্লিষ্ট ১৪টি অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ধামাকা শপিং ডটকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জসিম উদ্দিন চিশতির ব্যক্তিগত ৫টি অ্যাকাউন্ট এবং তার মালিকানাধীন ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের ৭টি, মাইক্রো ট্রেডের ১টি ও মাইক্রো ফুড অ্যান্ড বেভারেজের ১টি অ্যাকাউন্ট।

এছাড়া প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার সিরাজুল ইসলাম রানাসহ পাঁচ কর্মকর্তার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্লক করা হয়েছে তাদের ন্যাশনাল আইডেনটিটি নম্বর

 

আপনি আরও পড়তে পারেন