জমি সংক্রান্ত বিরোধের জেরে মান্দায় গাছ কাটা এবং ইট চুরির অভিযোগ

জমি সংক্রান্ত বিরোধের জেরে মান্দায় গাছ কাটা এবং ইট চুরির অভিযোগ

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কাটা এবং ইট চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং গনেশপুর  ইউনিয়নের মীরপুর গ্রামে। এঘটনায় প্রতিকার চেয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।

য়দপুর গ্রামের মৃত মিছু মন্ডলের ছেলে আজাহার আলী এবং মীরপুর গ্রামের ভূক্তভোগী প্রবাসী দুলালের স্ত্রী রোজিনা জানান, তাদের উভয়ের কবলাকৃত ৩২ শতক জমি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। ওই জমি নিয়ে নওগাঁ সদরের ভীমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে আজিজুল ও আইনুল ইসলামসহ স্থানীয় আতাউর রহমান, আজিজার রহমান, মোংলা এবং আম্মাদ গংদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আদালত কর্তৃক জারিকৃত স্ট্যাটাস্কু (স্থিতিবস্থা) উপেক্ষা করে তারা আমাদের কবলাকৃত জমিতে রোপনকৃন ৫ টি ইউক্যালিপটারের গাছ কাটাসহ ওই জমিতে রাখা সাড়ে ৮ হাজার ইট চুরি করে নিয়ে গেছে বলে জানান ভূক্তভোগীরা দেশ ও আইনের কাছে এর সুষ্ঠ বিচার দাবী করেছেন।এ বিষয়ে প্রতিপক্ষের আজিজুল ও আইনুল ইসলামসহ অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আপনি আরও পড়তে পারেন