ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল ও মারপিটে নারী ইউপি সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল ও মারপিটে নারী ইউপি সদস্য গ্রেফতার

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল ও মারপিট করে অবৈধভাবে কাছের মানুষদের দেয়ার অভিযোগে রুবি আক্তার (৩২) নামের এক নারী ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রোববার বিকেলে সদর উপজেলার চিলারং ইউনিয়নের আদালিহাটের ধনিবস্তি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। রুবি চিলারং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি।

মারপিটের ঘটনায় আহত আনজু আক্তার বাদী হয়ে ওনদিন রাতেই সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ধনিবস্তি গুচ্ছগ্রাম এলাকায় রয়েছে ৫৬টি ঘর। আর এসব ঘরে অসহায় মানুষরা বসবাস করে আসছিল। গুচ্ছগ্রামের তালিকায় আনজু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগমের নাম আসে। সে অনুযায়ী সাব-রেজিষ্ট্রার অফিসে ঘরগুলো তাদেরকে রেজিষ্ট্রি করে দেয়া হয়। পরে আনজুসহ অন্যান্যরা সেখানে বসবাস শুরু করেন। এ অবস্থায় নারী ইউপি সদস্য রুবি আক্তারের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল ঘর ছেড়ে দেওয়ার কথা বলে আনজু ও তার স্বামীকে মারপিট ও শ্লিলতাহানী করে ।

চিলারং ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী জানান, ঘটনাটি জানার পর তাৎক্ষনিক বিষয়টি সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনকে জানানো হয়। পরে আনজু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগম সদর ইউএনও বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন বলে জেনেছি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া তিনজন ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশকে সঙ্গে নিয়ে আলাদিহাটের গুচ্ছগ্রাম থেকে নারী ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে ।

 

 

 

আপনি আরও পড়তে পারেন