যমুনার পানি বৃদ্ধি অব্যাহৃত বিলীন হচ্ছে নদীর পারের বাড়ী ঘর

যমুনার পানি বৃদ্ধি অব্যাহৃত বিলীন হচ্ছে নদীর পারের বাড়ী ঘর

 

মোঃ আব্দুর রহীম মিঞা ( টাঙ্গাইল) ভূঞাপুর উপজেলা প্রতিনিধি ঃ

উজানের ঢল আর
ভারি বৃষ্টিপাতের ফলে টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে
প্রতিদিন। এতে করে ভূঞাপুর উপজেলার বিভিন্ন জায়গার নি¤œাঞ্চল তলিয়ে যাচ্ছে।
ক্ষতি হচ্ছে সবজি , আমনসহ বিভিন্ন ফসলের। এছাড়াও পানি বৃদ্ধি অব্যাহত থাকায়
ভূঞাপুর ,কালিহাতী, ঘাটাইল,নাগরপুর ও টাঙ্গ্ধাসঢ়;ইল উপজেলার নি¤œাঞ্চল তলিয়ে
যাচ্ছে।

গত ২৪ ঘন্টায় যমুনার পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা ৩৫
সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ড ( পাউবো)
সূত্রে জানা গেছে টাঙ্গাইলের যমুনার নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ৩৫
সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সরে জমিনে দেখা যায় ভূঞাপুরে তাড়াই, বলরামপু, রামপুর, গোবিন্দাসী, কষ্টাপাড়া,
ভালকুটিয়া , চিতুলিয়াপাড়া, মেঘারপটল,চর চুন্দনী,রেহাইগাবসারা ব্যাপক ভাঙ্গন
দেখা দিয়েছে। ইতিমধ্যেই চরচুন্দনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদসহ বহু
বসতভিটা যমুনার বুকে বিলীন হয়ে গেছে।

গোবিন্দাসীর ভালকুটিয়ার এলাকার
বন্যার পানির তীব্র ¯্রােতে পাকা সড়ক ভেঙ্গে গেছে। এত করে কয়েকটি গ্রামের
সাথে যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও ভূঞাপুরের ফলদা,
অর্জুনা, অলোয়া, ঘাটাইলের লোকেরপড়া, জামুরিয়া , আনেহলাসহ অনেক এলকায়
রোপা আমন তলিয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্থ হচ্ছে পুকুরের মাছ।

ভুঞাপুরের অর্জুনা,গোবিন্দাসী, নিকরাইল ইউনিয়ন যমুনার নদীর কোল ঘেষা হওয়ায়
এ সকল এলাকার মানুষ যমুনার নদীর ভাঙ্গনে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্থানীয়দের
অভিযোগ এসকল এলাকায় দীর্ঘদিন যাবত প্রভাবশালী মহল যমুনা নদী থেকে
অবৈধভাবে কাঁচা সোনা খ্যাত বালি উত্তোলন করায় প্রতিবছরই ভাঙ্গনের কবলে পড়ে
বিলিন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। যমুনার ভাঙ্গনের কবলে পড়ে গৃহহীন হয়ে
পড়েছে শত শত পরিবার । গৃহহীন হয়ে পড়া অনেক পরিবার ঠাই নিয়েছে বেড়ি বাঁধের
উপর।

যমুনা পানি বৃদ্ধি ও ভাঙ্গন সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ের জেলা পানি উন্নয়ন
বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম বলেন উজানের ঢলে জেলার
সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে শেষ
সময়ে বন্যায় আশষ্কা রয়েছে। যে সমস্থ এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে সে সকল
এলাকায় ভাঙ্গন ঠোকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী
অফিসার মোছাঃ ইসরাত জাহান জানান , প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য
উর্ধŸতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 

আপনি আরও পড়তে পারেন