জগন্নাথপুর এর পল্লীতে রক্তক্ষয়ী সংঘর্ষেে মহিলাসহ ৬ জন আহত

জগন্নাথপুর এর পল্লীতে রক্তক্ষয়ী সংঘর্ষেে মহিলাসহ ৬ জন আহত

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর এর পল্লীতে রক্তক্ষয়ী সংঘর্ষে ১ মহিলাসহ প্রায় ৬ জন আহত হয়েছেন। তমধ্যে গুরুতর আহত মিলমদর (৬৫) ও রাহিমা (৫৫) নামক দুই জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী সাবেক মেম্বার মৃত মোঃ রইছ আলী বাচ্চু মিয়ার ছেলে মোঃ উকিল আলী(৫০) এর সাথে বসত বাড়ীর সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রাম নিবাসী  মৃত মোঃ হুছেন আলীর ছেলে সৌদি আরব প্রবাসী মোঃ ছায়াদ আলী(৫৫) এর মনোমালিন্য ও বিরোধ চলে আসছে।

এরই জের ধরে আজ ১ লা সেপ্টেম্বর রোজ বুধবার  সকাল প্রায়  ১০ ঘটিকার সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই সংঘর্ষে মৃত মোঃ হাছন আলীর ছেলে মোঃ সজ্জাদ মিয়া,  মৃত মোঃ তাজিম আলীর ছেলে মোঃ রোমেন মিয়া(২০), সাবেক মেম্বার মৃত মোঃ রইছ আলী বাচ্চু মিয়ার ছেলে মোঃ আংগুর মিয়া(৩২) ও জমসেদ আলীর ছেলে মোঃ বক্কর মিয়া(৩৫) আহত হয়েছেন।
এছাড়াও এই সংঘর্ষ থামাতে গিয়ে উপজেলার ঘিপুড়া গ্রাম নিবাসী মৃত মোঃ আসকর আলীর ছেলে সালিসি ব্যক্তি মোঃ মিলমদর আলী(৬০) ও ছাতক উপজেলার শক্তিয়ারগাঁও গ্রাম নিবাসী মোঃ মীরা মিয়ার স্ত্রী সালিসি মহিলা মোছাঃ রাহিমা বেগম(৫৫) গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে স্বজনরা  আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে গুরুতর আহত  মিলমদর(৬০) ও রাহিমা(৫৫) এর অবস্থা আশংকাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মিলমদর (৬০) ও রাহিমা (৫৫) সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা দায়ের হয়নি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনি আরও পড়তে পারেন