আফগানিস্তানের নতুন সরকারপ্রধান বারাদার, ধর্মীয় প্রধান আখুনজাদা

আফগানিস্তানের নতুন সরকারপ্রধান বারাদার, ধর্মীয় প্রধান আখুনজাদা

শুক্রবার আফগানিস্তানে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, তার প্রধান হতে যাচ্ছেন মোল্লা আবদুল গনি বারাদার। অন্যদিকে দেশটির ধর্মীয় বিষয়সমূহ তদারকের দায়িত্ব পেতে যাচ্ছেন হাইবাতুল্লাহ আখুনজাদা।

তালেবান সূত্রের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আফগানিস্তানে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, তার শীর্ষ নির্বাহী হিসেবে তিন তালেবান নেতার নাম রয়েছে- মোল্লা আবদুল গনি বারাদার, তালেবান বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই।

মোল্লা আবদুল গনি বারাদার বর্তমানে তালেবান বাহিনীর রাজনৈতিক শাখার প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ তালেবান সদস্য রয়টার্সকে বলেন, ‘নতুন সরকার ঘোষণার যাবতীয় প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। সব শীর্ষ নেতা ইতোমধ্যে কাবুলে এসে পৌঁছেছেন।’

এছাড়া তালেবান বাহিনীর সর্বোচ্চ ধর্মীয় নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা দেশটির ধর্মীয় বিষয় এবং ইসলামি বিধিবিধান অনুযায়ী প্রশাসন পরিচালনার বিষয়ে নতুন সরকারের প্রধান উপদেষ্টা বা নীতি নির্ধারক হিসেবে থাকবেন বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন অপর এক তালেবান সদস্য।

চলতি বছর এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফাগানিস্তান থেকে ৩১ আগস্টের মধ্যে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। তার এক মাস পর, মে থেকে আফগানিস্তান দখলের অভিযান শুরু করে তালেবান বাহিনী এবং অবিশ্বাস্য দ্রুতগতিতে মাত্র তিন মাসের মধ্যে দেশের ৩৪ টি প্রদেশের ৩৩ টিই নিজেদের দখলে আনতে সক্ষম হয়।

তারপর গত ১৫ আগস্ট কাবুলে প্রবেশ করে তালেবান বাহিনী। রাজধানী দখলের ১৮ দিন পর নতুন সরকার গঠন করছে তারা।

২৫ বছর পর আফগানিস্তানে ফের সরকার গঠন করছে তালেবান বাহিনী। ১৯৯৬ সালে প্রথমবার দেশটিতে সরকার গঠন করেছিল তারা, ২০০১ সালের মার্কিন-ন্যাটো অভিযানে পতন হয়েছিল সেই সরকারের।

আপনি আরও পড়তে পারেন