ঢাকার নবাবগঞ্জে গৃহবধূ কাকলীর রহস্যজনক মৃত্যু

ঢাকার নবাবগঞ্জের গৃহবধূ কাকলির রহস্যজনক মৃত্যু

ঢাকার নবাবগঞ্জের শিকারীপাড়া ইউনিয়নে বক্তার নগর গ্রামে গৃহবধূ কাকলী আক্তার (২০) এর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে | রোববার বিকেলে তার স্বামীর বাড়ি থেকে তাকে তার লাশ উদ্ধার করে পুলিশ | এই ঘটনায় তার স্বামী আব্দুর রাজ্জাক পলাতক রয়েছেন |

স্বামী রাজ্জাক বক্তা নগর গ্রামের আবেদ আলী বেপারীর ছেলে  | মৃত কাকলি উপজেলার নয়া ডাঙ্গী গ্রামের মোঃ কামালের মেয়ে |

প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা আব্দুল মজিদ বিশ্বাস বলেন, দুই বছর হলো তাঁদের বিয়ে হয় | শনিবার  রাত এগারোটায় রাজ্জাক বাসায় ফিরে, এরপর হঠাৎ রাত একটায় আমরা চিৎকার শুনে জানতে পারি রাজ্জাক এর স্ত্রীর অবস্থা ভালো না |  তাকে চিকিৎসার জন্য নবাবগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে,  পরে শুনলাম সে মারা গেছে |

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডক্টর গোবিন্দ সরকার অনুপ বলেন রাত আনুমানিক দুইটার দিকে কাকলী আক্তার কে তার স্বামী রাজ্জাক বেপারী ও ইজিবাইক চালক বাবু তাকে হাসপাতালে নিয়ে আসে | বিষাক্ত কিছু সেবন করার লক্ষণ পাওয়া যায় কাকলীর শরীরে |  রোগীর অবস্থা উন্নতি না হওয়ায় আমরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেই | ইজিবাইকচালক বাবু বলেন কাকলীকে তার স্বামী আমার বাইকে করে নবাবগঞ্জ হাসপাতালে নিয়ে আসে,  বিষাক্ত কিছু সেবন করেছিলো কিনা আমি তা জানি না |

অন্যদিকে কাকলীর স্বজনরা অভিযোগ করেন কাকলীকে তার স্বামীর প্রায় মারধোর করতো তারা কাকলীর মৃত্যুর সটিক রহস্য উদঘাটনের দাবি জানান |  অপরদিকে স্বামীর পরিবারের দাবি করে আত্মহত্যা করেছে |

নবাবগঞ্জ থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম শেখ জানান সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে নিয়ে আসে | গৃহবধূ কাকলীর মৃত্যুর বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে পুলিশ এ বিষয়ে তদন্ত করছে |

 

 

আপনি আরও পড়তে পারেন