দোহারে মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের লটারি অনুষ্ঠিত

দোহারে মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের লটারি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনকৃত ২৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে সকলের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।
আবাসন নির্মাণ প্রকল্পের মনিটরিং কমিটির সভাপতি দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে লটারির মাধ্যমে মেসার্স খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. স্বপন খান ১ম, মেসার্স নাবিসা এন্টারপ্রাইজ ২য় এবং মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ ৩য় হয়েছে।
জানা যায়, ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের আওতায় ১২টি আবাসন নির্মাণ করা হবে। প্রতিটি আবাসনের ব্যয় ধরা হয়েছে সাড়ে ৪ লাখ টাকা। প্রকল্পের কাজ শুরু হওয়ার ৯০ দিনের মধ্যে নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা রয়েছে।
আবাসন নির্মাণ প্রকল্পের কমিটিতে রয়েছেন- দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি, প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শেদী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী।
লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও সাংবাদিকবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন