বিএনসিসি সদস্যদের ডাটাবেজে নিবন্ধনের তাগিদ

বিএনসিসি সদস্যদের ডাটাবেজে নিবন্ধনের তাগিদ

দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যদের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ডাটাবেজে রেজিস্ট্রেশনের আহ্বানের করা হয়েছে।

বিএনসিসি আইন ২০১৬-এ কেন্দ্রীয়ভাবে ডাটাবেজ তৈরি করে প্রশিক্ষণার্থী ও সাবেক ক্যাডেটদের তালিকা রক্ষণাবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়। ৩০ জুন এই ডাটাবেজ উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আবু হেনা মোস্তাফা কামাল।

বিএনসিসির সদর দফতর জানায়, বিএনসিসির প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৫০ হাজার ১০০ ক্যাডেটকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই বিপুলসংখ্যক ক্যাডেটকে দেশের ক্রান্তিকালে কোরের অধীনে স্বেচ্ছাসেবা প্রদানকাজে সম্পৃক্তকরণের লক্ষ্যে এই ডাটাবেজ প্রস্তুত করা হয়।

বিএনসিসির সাবেক ও বর্তমান ক্যাডেটসহ সব সদস্যকে ডিজিটাল প্ল্যাটফর্মে একতাবদ্ধ হওয়ার জন্য বিএনসিসির ডাটাবেজে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করেছে বিএনসিসি সদর দফতর।

বিএনসিসির ডাটাবেজে রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটের এই লিংকে (www.bncc.info) প্রবেশ করে প্রয়োজনীয় তথ্যপূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন