টিউশনির টাকা পেতে থানায় জিডি

টিউশনির টাকা পেতে থানায় জিডি

টিউশনির টাকা পরিশোধ না করার অভিযোগে অভিভাবকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর নাম মো. তানভীর আলম। তিনি জবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজধানীর ওয়ারি এলাকার ৭/ই, র‍্যাংকিন স্ট্রিটের একটি ভবনের ষষ্ঠ তলার ভাড়াটিয়া মো. আজহারের বিরুদ্ধে এ জিডি করা হয়। তানভীর ও নাজমুল হাসান শিমুল নামে দুই শিক্ষার্থী মোট ৭ হাজার ৫০০ টাকা পান ওই অভিভাবকের কাছে। টাকা দাবি করলে দুই শিক্ষার্থীকে গালিগালাজ ও হুমকি দেন ওই ব্যক্তি।

এ ব্যাপারে ভুক্তভোগী নাজমুল হাসান শিমুল বলেন, দুঃসময়ে টিউশনির টাকা না দেওয়া আমাদের মতো শিক্ষার্থীদের জন্য অন্যায়। একই অভিভাবকের কাছে আরও দুজন শিক্ষক টাকা পান। তিনি সন্তানদের পড়িয়ে নেওয়ার পর আর টাকা দেন না। এক শিক্ষককে তিন-চার মাসের বেশি রাখেন না।

এ ব্যাপারে ভুক্তভোগী তানভীর বলেন, অভিভাবকের সঙ্গে আমার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কোর্স পড়ানোর কথা ছিল। টাকার জন্যে আমাকে অনেক দিন ঘুরিয়েও টাকা দেননি। টাকা চাইতে গেলে তিনি আমাকে গালিগালাজ করেন।

এ বিষয়ে জানতে মন্তব্য অভিযুক্ত অভিভাবক আজহারকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

ওয়ারি থানার এসআই জহির বলেন, টিউশনির টাকা পরিশোধ না করার অভিযোগে একজন জিডি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কোর্ট থেকে অনুমোদন আসার পর আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। থানায় কথা বলব বিষয়টি সমাধান করার জন্য।

আপনি আরও পড়তে পারেন