বাল্যবিবাহ রোধে ছাত্রীদের শপথ করালেন ডিসি

পিরোজপুরে বাল্যবিবাহ রোধে বিশেষ উঠান বৈঠকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের শপথ করিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তিনি এ শপথ বাক্য পাঠ করান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে বৈঠকে অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মজিবুর রহমান খালেক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান, ৩নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চান মিয়া মাঝি প্রমুখ। এ সময় ৫টি বিদ্যালয়ের ছাত্রীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, সন্তানদের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদেরও সতর্ক হতে হবে। শিক্ষাকে গুরুত্ব দিলে আমরা একটি সুশিক্ষিত জাতি পাব। যে কোনো সমস্যায় প্রশাসনকে সংবাদ দিলে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

আপনি আরও পড়তে পারেন