কাপড় ধোয়ার কাজ ছেড়ে কোটিপতি

কয়েক বছর আগে জীবনটা ছিল অন্য রকম। একটি জামাকাপড়ের কোম্পানিতে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন তিনি। কাজ ছিল জামাকাপড় ধোয়া আর ভাঁজ করা। সংসার চালানোর জন্য মাত্র ১৬ বছর বয়সে এই কাজ শুরু করলেও চোখে ছিল স্বপ্ন। মডেলদের বিজ্ঞাপনের দিকে চোখ যায় তার। ভাবতেন তাদের মতো হবেন।

সেই স্বপ্ন সত্যি করার জন্য ১৮ বছর বয়সে কাজ ছেড়ে মডেলিং শুরু করেন অস্ট্রিয়ার নাগরিক ক্যাথরিনা মাজেপার। মাত্র সাত বছরের মধ্যে বিশ্বের সেরা  মডেলদের কাতারে নাম করে নিয়েছেন ক্যাথরিনা। যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানিরই বিজ্ঞাপনের মুখ হয়ে ওঠেন তিনি।

 

আপনি আরও পড়তে পারেন