ঢাকা-বান্দুরা সড়কে অত্যাধুনিক ও ওয়াইফাই সমৃদ্ধ যাত্রীবাহী বাস দিয়ে ‘নবকলি’র যাত্রা শুরু

ঢাকা-বান্দুরা সড়কে অত্যাধুনিক ও ওয়াইফাই সমৃদ্ধ যাত্রীবাহী বাস দিয়ে ‘নবকলি’র যাত্রা শুরু

ঢাকা- বান্দুরা সড়কে ‘নবকলি’ নামের যাত্রীবাহী বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঢাকা- নবাবগঞ্জ- বান্দুরা আঞ্চলিক মহাসড়কের বাস সার্ভিসটির উদ্ধোধন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আধুনিক ও উন্নত পরিবহনের সেবা । তার অংশ হিসেবে তিনি এই সার্ভিসটি চালু করা হয়৷ বাস সার্ভিসটি উদ্ধোধন করে এই অঞ্চলের মানুষের যাতায়াতের নবদিগন্ত এর সূচনা করেন।

নবকলি পরিবহন ভিন্ন রূপে এবং ভিন্ন সাজে নতুন করে যাত্রা শুরা করেন৷ এই পরিবহনে যাত্রীরা পাবেন ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুবিধা। এছাড়া রয়েছে আকর্শনীয় বসার সিট ব্যবস্থা এবং শতভাগ সিটিং সার্ভিস। এই বেসরকারি পরিবহন ব্যবস্থায় দোহার নবাবগঞ্জ অঞ্চলের মানুষের চলাচলে অনকটাই সুবিধা হবে বলে জানান স্থানীয়রা৷
উদ্বোধনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাস সার্ভিসটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন মো. জালাল উদ্দিন আহমেদ৷

আপনি আরও পড়তে পারেন