ময়মনসিংহে বৃহত্তর পরিসরে দ্রুত সেবা প্রদান নিশ্চিত করতে ইপিআই সেবা কেন্দ্র উদ্বোধন

ময়মনসিংহে বৃহত্তর পরিসরে দ্রুত সেবা প্রদান নিশ্চিত করতে ইপিআই সেবা
কেন্দ্র উদ্বোধন
কামরুল হাসান, ময়মনসিংহঃ
আজ ০৯ অক্টোবর বিকাল ৫ টায় বিশ্বেশ্বরী দেবীরোডে বিলুপ্ত ময়মনসিংহ
পৌরসভার পুরাতন ভবনে্ বড় পরিসরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)
সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয়
মেয়র ইকরামুল হক টিটু এ সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে মেয়র বলেন, সিটি কর্পোরেশনের সেবাকে দ্রুত, সহজলভ্য ও
নিবেদিত ভাবে করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এরই প্রেক্ষিতে আমরা ইপিআই সেবাকে
পৃথক ভবনে স্থানান্তর করেছি। এই ভবন থেকে ৩৩ টি ওয়ার্ডে ইপিআই কার্যক্রম
পরিচালিত হবে। এছাড়া, ভবন পৃথক করার ফলে সুপরিসর স্থানে আরও নিরবচ্ছিন্ন
ইপিআই টিকা প্রদান করা সম্ভব হবে।
মেয়র আরও বলেন, নগর ভবন থেকে যারা সেবা প্রদান করেতেন তাদের অনেক সমস্যায়
পড়তে হতো, তারা স্বাচ্ছন্দে কাজটি করতে পারতেন না। বিশেষ করে যারা সেবা
নিতে আসতেন তাদের সমস্যার অন্ত ছিল না। এই সমস্যা নিরসনের লক্ষ্যে আমরা
বৃহত্তর পরিসরে এই সেবাদান কেন্দ্রটি চালু করেছি। করোনা মহামারী
মোকাবেলায় টিকা প্রদানের পরিসর আরও বৃদ্ধি পেয়েছে। এই ভবন টিকা প্রদান
সংক্রান্ত বিষয়সমূহে আমাদের সক্ষমতা বৃদ্ধি করবে এবং প্রয়োজনে করোনার
টিকাদান কেন্দ্র হিসেবেও আমরা ব্যবহার করতে পারবো।
উদ্বোধনকালে প্যানেল মেয়র ০৩ শামীমা আক্তার, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো
ফারুক হাসান, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, জনসংযোগ কর্মকর্তা শেখ
মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, খাদ্য ও
স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা
কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।ময়মনসিংহে বৃহত্তর পরিসরে দ্রুত সেবা প্রদান নিশ্চিত করতে ইপিআই সেবা
কেন্দ্র উদ্বোধন

 

 

আপনি আরও পড়তে পারেন