রাণীনগরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিলেন রাঙ্গা ও মজিবর

রাণীনগরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিলেন রাঙ্গা ও মজিবর

বিকাশ চন্দ্র প্রাং, নওগাঁ প্রতিনিধি:

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে নওগাঁর রাণীনগর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে অংশ নিতে উপজেলার ৩নং গোনা ইউপির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামীলীগ নেতা আব্দুল আরিফ রাঙ্গা। এছাড়া ৪নং পারইল ইউপির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন পারইল ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান।

বৃহস্পতিবার দুপুরে রির্টানিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তারা। এ সময় তাদের স্ব স্ব সহযোগীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম জমা শেষে আব্দুল আরিফ রাঙ্গা বলেন, আমি ৩নং গোনা ইউনিয়নবাসীর কাছে অতি পরিচিত মুখ। আমার ইউনিয়নবাসী আমাকে কাজের মাধ্যমে চেনেন। কারণ আমি সবসময় তাদের পাশে থাকি। এই জন্য এলাকায় আমার ব্যপক জনপ্রিয়তা আছে। এই নির্বাচনে গোনা ইউপির চেয়ারম্যান পদে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমার বিশ্বাস এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে উৎসবমূখর পরিবেশে ভোট দিবে। কারণ মানুষ এখন বুঝতে শিখেছে। তারা যোগ্য ব্যক্তিকেই ভোট দিবে। তাই আমি আশাবাদি আমার সবকিছু বিচার করে এলাকাবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।

স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান বলেন, পারইল ইউনিয়নে আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ এ নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়ী করবে।

আপনি আরও পড়তে পারেন