উজবেকিস্তানের পথে মারুফের দল

উজবেকিস্তানের পথে মারুফের দল

উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য এএফসি অ-২৩ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে বাংলাদেশ দল আজ (রোববার) সকালে দেশ ছেড়েছে। দুই ভাগে ভাগ হয়ে দেশ ছেড়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

সকাল সাতটায় কোচ মারুফসহ ২৩ জন তার্কিশ এয়ারলাইনসে উজবেকিস্তানে রওনা হয়েছেন। তিন ঘণ্টা পর সকাল দশটায় এমিরেটস এয়ারলাইন্সে আরও ৯ জন রওনা হয়েছেন। এই নয়জনের মধ্যে ৬ জন সিনিয়র জাতীয় দলের ফুটবলার। এরা উজবেকিস্তান থেকে সরাসরি শ্রীলঙ্কায় যাবেন।

বাংলাদেশ দল ই গ্রুপের খেলায় সৌদি আরব, কুয়েত ও স্বাগতিক উজবেকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাছাইয়ে ১১ টি গ্রুপ রয়েছে। ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানারআপ মূল পর্বে খেলবে।

এই ১৫ দলের সঙ্গে খেলবে স্বাগতিক উজবেকিস্তান। তাদের এই ১৫ দলের মধ্যে থাকলে সেক্ষেত্রে সেরা পঞ্চম রানারআপ দল মূল পর্বে খেলবে। তুরস্ক ও দুবাইয়ে কয়েক ঘণ্টার ট্রানজিট রয়েছে। বাংলাদেশ সময় আজ ভোরে উজবেকিস্থান পৌঁছানোর কথা মারুফের দলের।

 

আপনি আরও পড়তে পারেন