আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ
সাধন রায় ,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার কুলাঘাট ইউনিয়নের কুলাঘাট(মেদুয়ারকুটি)এলাকায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে লিমন আহমেদ গংদের বিরুদ্ধে।এ ব্যাপারে গত ১৮ অক্টোবর লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন একই এলাকার মৃত বাউরা মামুদ এর ছেলে আব্দুস সোবাহান।
অভিযোগ সূত্রে জানা যায়, কুলাঘাট মৌজার জেএল নং-১২৪,বিআরএস খতিয়ান নং-১৬৪,বিআরএস দাগ নং-১১৬১ জমির পরিমান ০.৪৮ একর এর মধ্যে ০.১০ একর জমি দখল করার জন্য বিবাদীরা নানা অপচেষ্টা করিলে জমির মালিক আব্দুস সোবাহান গত ২০ মে লালমনিরহাট বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিমিত্তে ১১৫/২০২১ নং মোকদ্দমা আনয়ন করেন। বিজ্ঞ আদালত দুতর্ফা শুনানী শেষে গত ১২ জুলাই উক্ত জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
কিন্ত বিবাদী লিমন আহমেদ,লিটন মিয়া উভয় পিতা মৃত নজরুল ইসলাম,লাবনা স্বামী মৃত নজরুল ইসলাম ও জালাল উদ্দিন এবং আজিজার রহমান সকলে একত্রিত হয়ে গত ১৬ অক্টোবর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুস সোবাহানের ০.১০ একর জায়গা আইল বেধে বাশ দিয়ে ঘিরে দখল করে।যাহাতে বাদীর ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন।এ ব্যাপারে লিমন আহমেদ সাংবাদিকদের বলেন,১৯৯৬ সালের রেকর্ড আমার বাবার নামে তাই আমরা জমি দখল দিয়েছি।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপনি আরও পড়তে পারেন