প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার: শিক্ষক গ্রেফতার

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার: শিক্ষক গ্রেফতার

কি‌শোরগ‌ঞ্জে ফেসবু‌কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে মো. রুহুল আমিন‌ (৪৫) নামে এক কলেজশিক্ষককে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। শ‌নিবার (২৩ অ‌ক্টোবর) রাত ১০টার দি‌কে শহরের আখড়াবাজারের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।‌

মো. রুহুল আমীন জেলার হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের রসায়নের প্রভাষক। তার বাড়ি হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে।

পু‌লিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৪ অ‌ক্টোবর ‘স্ব‌প্নের পৃ‌থিবী অন্ধকার’ না‌মে এক‌টি আই‌ডি থে‌কে প্রধানমন্ত্রীর ছ‌বি ব্যবহার ক‌রে কটূক্তিমূলক এক‌টি পোস্ট দেওয়া হয়।‌ সেই পোস্টটি হো‌সেনপুর ম‌হিলা ডিগ্রি ক‌লে‌জের প্রভাষক রুহুল আমিন তার নি‌জের ফেসবুক আই‌ডি‌তে শেয়ার ক‌রেন। পরে বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়। হোসেনপুর উপজেলা প্রশাসনসহ গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌কে গ্রেফতার করা হয়।

হো‌সেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোস্তা‌ফিজুর রহমান এ সংবাদের সত্যতা নি‌শ্চিত করে জানান, এ ব্যাপা‌রে হো‌সেনপুর থানায় ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে এক‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

 

আপনি আরও পড়তে পারেন