নওগাঁয় পুলিশ নিয়োগে টাকা লেনদেন; প্রতারক আটক

নওগাঁয় পুলিশ নিয়োগে টাকা লেনদেন; প্রতারক আটক
বিকাশ চন্দ্র প্রাং, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপে বাছাই পরীক্ষা চলাকালে চাকরি দেওয়ার নামে টাকা লেনদেনের সময় মোঃ হাসান (৪৮) নামে এক প্রতারককে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (২৫ অক্টোবর) দুপুর একটায় পুলিশ লাইন্স গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। এছাড়া ওই প্রতারকের এক সহযোগী ও টাকা প্রদানকারী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আটক মো. হাসান পত্নীতলা উপজেলার গগনপুর গ্রামের মৃত বারিক মণ্ডলের ছেলে।
জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার সময় নওগাঁ পুলিশ লাইন্সে পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য প্রথম ধাপে বাছাই পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে পুলিশ লাইন্সের বাহিরে চাকরি দিবে এমন প্রলোভনে টাকা লেনদেন হচ্ছিল। এমন সময় পুলিশ লাইন্স গেটের উত্তর পাশে একটি লেদের সামনে থেকে ৫০ হাজার টাকা ও মোবাইলসহ ওই প্রতারককে আটক করা হয়। এ সময় তার অন্য সহযোগী ও টাকা প্রদানকারী সুকৌশলে জনতার ভিরের মাঝে পালিয়ে যায়।
এ বিষয়ে ডিবির ওসি কে এম শামসুদ্দিন বলেন, অবৈধভাবে টাকা লেনদেনের সময় টাকাসহ হাসানকে আটক করা হয়। এ ব্যাপারে প্রতারক হাসানের বিরুদ্ধে মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি আরও পড়তে পারেন