অভিযোগ পেলে অতিরিক্ত বাস ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ

অভিযোগ পেলে অতিরিক্ত বাস ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ

রাজধানীতে অতিরিক্ত বাস ভাড়া নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত তা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ও সংলগ্ন সড়কে বাসে অতিরিক্ত ভাড়া আদায় পরিস্থিতি দেখে এ নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

তিনি বৃহস্পতিবার হঠাৎ হাজির হন মহাখালি বাস টার্মিনাল এলাকায়। সেখানে চলমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিস্থিতি দেখেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। তিনি ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদারের তাগিদ দেন।

আরও উপস্থিত ছিলেন- বিআরটিএ মিরপুর সার্কেল অফিসের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি ঢাকা পোস্টকে বলেন, যেসব যাত্রীর কাছ থেকে বাস শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায় করেছে, তাদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হবে। আমরা সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর কার্যক্রম শুরু করেছি। এ কার্যক্রম শুরুর ফলে যাত্রীরা বুঝতে পারছেন কোনটি ডিজেল ও কোনটি সিএনজিচালিত। কর্তৃপক্ষের নির্দেশে আমরা এ কার্যক্রম দ্রুত শুরু করেছি। এ অবস্থায় যাত্রীদের অভিযোগ যেমন কমে আসবে, তেমনি ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। বাসে বাকবিতণ্ডা কমে যাবে।

দৈনিক আগামীর সময়

অবস্থানকালে মহাখালি বাস টার্মিনালে সড়ক সচিব দূরপাল্লার বিভিন্ন বিভিন্ন বাসে ও কাউন্টারে গিয়ে পরিস্থিতি দেখেন। দূরপাল্লার বাসে সরকার নির্ধারিত হারে ভাড়া আদায় করা হচ্ছে বলে তিনি জানতে পারেন। কিন্তু মহাখালি বাস টার্মিনাল সংলগ্ন সড়কে বিভিন্ন সিটি বাসে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পান তিনি।

সেখানে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছিল। আদালত পরিচালনা হচ্ছিল বিআরটিএ’র নির্বাহী হাকিম সাজিদ আনোয়ারের নেতৃত্বে। সড়ক সচিব তখন অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান জোরদার করার নির্দেশ দেন। এসময় সচিব যাত্রীদের আশ্বস্ত করে বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত তা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা নেবে।

সড়ক সচিব সকাল সাড়ে ১০টায় মহাখালি বাস টার্মিনাল এলাকায় আসেন। সেখানে কিছু সময় অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় ঢাকা মহানগর পুলিশ প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধিরা।

 

 

আপনি আরও পড়তে পারেন