নবাবগঞ্জে জেলা পরিষদের বাস্তবায়িত ছয় প্রকল্প উদ্বোধন

নবাবগঞ্জে জেলা পরিষদের বাস্তবায়িত ছয় প্রকল্প উদ্বোধন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জেলা পরিষদের বাস্তবায়িত এক কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রকল্পগুলো উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।

উদ্বোধনকালে মাহবুবুর রহমান বলেন, ৫০ বছরের রাজনৈতিক জীবনে শুধু দিয়ে গেছি। আল্লাহ’র রহমত, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মূল্যায়নে আমি জেলা পরিষদের চেয়ারম্যান হতে পেরেছি। সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি।

উন্নয়ন প্রকল্পগুলো হলো- উপজেলার আগলা মাঝপাড়া জামে মসজিদের স্যানিটারী টয়লেট নির্মান, যন্ত্রাইল অপূর্ব সংসদের নতুন ভবন নির্মান, কলাকোপা বড়নগরে ভ্যাবন ঠাকুরের বাড়ির মন্দির নির্মান, নয়নশ্রীর তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ, শিকারীপাড়া হাইস্কুল মাঠের মঞ্চ নির্মান কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেব, বক্সনগর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলীমূর রহমান খান পিয়ারা, আওয়ামীলীগ নেতা- মো. মিজানুর রহমান মিজান, শেখ সাহাবুদ্দিন, সুরুজ মোল্লা, কাউসার খালাসী, শেখ আজাদ, মো. সাজ্জাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি তানভীর বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. পলাশ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রতন মন্ডল প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন