জগন্নাথপুরে ৭টি ইউপি নির্বাচনে পৃথক ভাবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ৩ জন

জগন্নাথপুরে ৭টি ইউপি নির্বাচনে পৃথক ভাবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ৩ জন

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

সমাগত জগন্নাথপুর এর ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পৃথক ভাবে রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, চতুর্থ ধাপের সমাগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, পাটলী ও রানীগঞ্জ ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান।
সৈয়দপুর -শাহারপাড়া ও আশারকান্দী ইউনিয়ন এর দায়িত্ব পেয়েছেন জগন্নাথপুর উপজেলা সহকারি প্রকৌশলী (এলজিইডি)মোঃ গোলাম সারোয়ার ।
চিলাউড়া -হলদিপুর ইউনিয়ন এর দায়িত্ব পেয়েছেন
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার। গত ১৩ ই নভেম্বর রোজ শনিবার সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ হাওলাদার স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উল্লেখ্য, চলতি সনের ২৩ ডিসেম্বর দেশের ৮৪০ টি ইউনিয়ন পরিষদ এর চতুর্থ ধাপের ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি) গতকাল ১০ ই নভেম্বর ৮৯ তম কমিশন বৈঠক শেষে ইসি সচিব মোঃ হুমায়ুন কবীর খন্দকার নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন।
ঘোষিত তফসীল অনুযায়ী দেশের অন্যান্য ইউনিয়ন পরিষদ ন্যায় সুনামগঞ্জের  জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ এর নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল ২৫ নভেম্বর, বাছাই ২৯ নভেম্বর, আপিল ৩০ নভেম্বর থেকে ২ডিসেম্বর,আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার এর শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
এছাড়াও একই তফসিলে তিনটি পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

আপনি আরও পড়তে পারেন