কুলিয়ারচরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ একজনের মৃত্যু।

কুলিয়ারচরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ একজনের মৃত্যু।
মাহফুজ রাজা, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ।
৩য় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জের কুলিয়ারচর ইউপি নির্বাচনে সহিংসতায় গুলিবিদ্ধ দেলোয়ার হোসেন (৩৮) মারা গেছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দেলোয়ার হোসেন উপজেলার গোবরিয়া নামাকান্দা গ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র। এ সহিংসতায় একই গ্রামের আনোয়ার হোসেন, সাব্বির মিয়া ও মো. রানা নামে আরো তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা বর্তমানে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, গত রোববার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ চলাকালে দুপুরে উপজেলার দক্ষিণ গোবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী মোহাম্মদ এনামুল হক ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে সেখানে গুলাগুলির ঘটনা ঘটে। এতে দেলোয়ার, আনোয়ার হোসেন, সাব্বির মিয়া ও মো. রানা গুলিবিদ্ধ হন। পরে দেলোয়ারকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়।

আপনি আরও পড়তে পারেন