ঘাটাইলে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল

মো. রাজু ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল
টাঙ্গাইলের ঘাটাইলে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে নৌকা মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) উপজেলার দিঘলকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা মনোনীত প্রার্থী ইকবাল খানের মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন কর্মকর্তা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল খান উপজেলার কদমতলী বাজার এলাকার জনতা ব্যাংক দিঘড় শাখায় ২২ লাখ টাকা ঋণ নেন। যা তিনি নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পরিশোধ করেননি। ফলে নির্বাচন কমিশন ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করেন।
ঘাটাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, যাচাইবাছাই শেষে জনতা ব্যাংকে ঋণ খেলাপির দায়ে নৌকা মনোনীত প্রার্থী ইকবাল খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে প্রার্থিতা ফিরে পেতে তাঁর আপিল করার সুযোগ আছে।
নৌকার প্রার্থী ইকবাল হোসেন খান বলেন, ‘আমি ঋণ খেলাপি নই। এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য প্রমাণ দিয়ে জেলা নির্বাচন অফিসারের কাছে আপিল করেছি। আপিলে প্রার্থিতা ফিরে পাব বলে আশা করছি।

আপনি আরও পড়তে পারেন