রাণীনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

রাণীনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

বিকাশ চন্দ্র প্রাং, নওগাঁ প্রতিনিধি:

 

সারাদেশের মতো নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিকস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদের প্রধান ফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো’র সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আকতার, রাণীনগর শের-এ-বাংলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খান পথিক, অফিসার ইনচার্জ শাহিন আকন্দ, উপজেলা পরিষদের সিএ আনছার আলী, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক আব্দুর রফিক, এ্যসোসিয়েট অফিসার আইনে সুরক্ষা কর্মসূচি মাহফুজা খাতুন। দিবসটি উপলক্ষে জয়িতা অন্মেষণে বাংলাদেশ রাণীনগর মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষ থেকে ৫জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অপরদিকে একই স্থানে ব্র্যাক রাণীনগরের শাখার উদ্যোগে ’নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি’ এই শ্লোগানে সামাজিক ক্ষমতায়ন ও আইনে সরক্ষা কর্মসূচির আওতায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আপনি আরও পড়তে পারেন