সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন পরিকল্পনা মন্ত্রী

সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন পরিকল্পনা মন্ত্রী

হুমায়ূন কবীর ফরীদি,  জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের নবনির্মিত ভবন এর  উদ্বোধন করেছেেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। এবং নিজেই মোনাজাত পরিচালনা করেছেন ।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান “সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল এর নবনির্মিত “মোঃ নুরুল হক ভবন” এর উদ্বোধন ৯ই ডিসেম্বর ১১ ঘটিকার সময় উদ্বোধন করেছেন শান্তিগঞ্জ ও জগন্নাথপুর নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসন এর এমপি মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। সুনামগঞ্জের জেলা প্রশাসক  মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী আলহাজ্ব  এম. এ. মান্নান এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন; সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট; সিভিল সার্জন ডা: মোঃ শামস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ  জয়নাল আবেদীন; সুনামগঞ্জ পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ শেরগুল আহমেদ প্রমূখ।  স ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ প্রমুখ। ভবন উদ্বোধনকালে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পরিকল্পনা মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন,  সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ, বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

 

আপনি আরও পড়তে পারেন