শাহজাদপুরে ওপেন ভোট নেওয়ার হুমকি এবং মুক্তিযোদ্ধাকে কটুক্তির প্রতিবাদে আওয়ামিলীগ প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ)  :
নিজস্ব প্রতিবেদক : ৪র্থ ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী(প্রতীক ঘোড়া) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন খোকন মাস্টারের বিরুদ্ধে কটুক্তি, মিথ্যা অপবাদ, পোস্টার ছেড়া, কর্মী-সমর্থকদের মারপিট, মুখোশধারীদের দিয়ে ভয়ভীতি ও ওপেনে নৌকায় ভোট দিতে ভোটারদের হুমকি প্রদান করায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী( প্রতীক নৌকা) সাইফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকাবাসি আধাঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালপুর-পাচিল সড়কের পাচিল বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী(প্রতীক ঘোড়া) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন খোকন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা জহুরুল সরকার, মাহতাব হোসেন, সোলায়মান হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন,বিজয়ের এই মাসে একজন বীর মুক্তিযোদ্ধা ও কৈজুরি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সর্বজন শ্রদ্বেয় অবসরপ্রাপ্ত শিক্ষক মোয়াজ্জেম হেসেন খোকনের বিরুদ্ধে অপমানজনক মিথ্যা কুৎসা রটিয়ে তাকে সমাজে ও ভোটারদের কাছে হেয় করার চেষ্টা করা হচ্ছে। যা কারও কাম্য নয়। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা ও দুঃখজনক। এছাড়া তার পোস্টার ছেড়া, কর্মী-সমর্থকদের মারপিট, কালো পট্টি বাঁধা মুখোশধারীদের দিয়ে ভয়ভীতি প্রদর্শণ ও ওপেনে নৌকায় ভোট দিতে ভোটারদের হুমকি প্রদান করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষি সাইফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। পরে মানববন্ধনকারীরা একই দাবীতে এলাকায় বিক্ষোভ প্রদর্শ করে এবং দোষী ব্যাক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে শ্লোগান দেয়।

আপনি আরও পড়তে পারেন